Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

১. দুঃস্থ মহিলা উন্নয়ন কর্মসূচি (ভিজিডি)

ওয়ার্ড মেম্বারদের নিয়ে গঠিত ক্ষুদ্র দল তথ্য সংগ্রহপূর্বক ইউনিয়ন কমিটিতে প্রেরণ করে। ইউনিয়ন কমিটি যাচাই-বাছাই করে উপজেলা কমিটিতে প্রেরণ করে। উপজেলা কমিটি আপত্তি থাকলে নিষ্পত্তিপূর্বক ভাতাভোগীর তালিকা অনুমোদন করে। অনুমোদিত তালিকা মোতাবেক উপকারভোগীদের নামে কার্ড ইস্যু করা হয়।

২. দরিদ্র মা’র জন্য মাতৃত্বকাল ভাতা প্রদান কর্মসূচি

সেবা প্রত্যাশী মহিলাদেরকে  ইউনিয়ন কমিটির তালিকা ভুক্ত হতে হবে। ইউনিয়ন কমিটি বিধি-বিধান অনুসরনপূর্বক তালিকা প্রস্ত্তত করে উপজেলা কমিটিতে প্রেরণ করে। আপত্তি থাকলে নিষ্পত্তিপূর্বক উপজেলা কমিটি তালিকা অনুমোদন করে। অনুমোদিত তালিকা মোতাবেক উপকারভোগীদেরকে স্ব-স্ব নামে ব্যাংক হিসাব খুলতে হয়। ৬ মাস পর পর উপকারভোগীদের নামে খোলা ব্যাংক হিসাবের মাধ্যমে সেবা মূল্য প্রদান করা হয়।

৩. কর্মজীবি ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচি

সেবা প্রত্যাশী কর্মজীবি মহিলা যিনি ১ম /২য় সমত্মানের মা হয়েছেন/ হতে যাচ্ছে এমন দুঃস্থ ‘‘মা’’ জেলা/উপজেলা মহিলা বিষযক কর্মকর্তা বরাবর নির্ধারিত ফরমে আবেদন করবে। জেলা/উপজেলা কমিটি প্রার্থীতা যাচাই-বাছাইপূর্বক উপকারভোগীদের চূড়ামত্ম তালিকা অনুমোদন করে। অনুমোদিত তালিকা মোতাবেক উপকারভোগীদের স্ব-স্ব নামে ব্যাংক হিসাব খুলতে হয়। ৬ মাস পর পর উপকারভোগীর নামীয় ব্যাংক হিসাবের মাধ্যমে সেবা মূল্য প্রদান করা হয়।

৪. মহিলাদের আত্ন-কর্মসংস্থানের জন্য ক্ষুদ্র ঋণ কার্যক্রম

সেবা প্রত্যাশী মহিলা নির্ধারিত ফরমে আবেদন করবে। উপজেলা কমিটির মাধ্যমে এই সেবা প্রদান করা হয়।

৫. বৃত্তিমূলক প্রশিক্ষণ কার্যক্রম

 

(ক)আধুনিক দর্জি বিজ্ঞান, (খ) বিউটিফিকেশন, (গ) এমব্রয়ডারি ও সূচিশিল্প, (ঘ) কাগজের ঠোংগা তৈরী, (ঙ) ব্লক-বাটিক

 

নির্ধারিত ফরমে আবেদন করতে হয়। জেলা/উপজেলা  কমিটির মাধ্যমে ট্রেড ভিত্তিক প্রশিক্ষণার্থী নিবাচন করা হয়।

 

৬. স্বেচ্ছাসেবী মহিলা  সমিতি রেজিষ্ট্রেশন ও   অনুদান প্রদান

স্বেচ্ছাসেবী  মহিলা  সংগঠনের রেজিষ্ট্রেশনের জন্য প্রয়োজনীয় কাগজপত্রসহ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার মাধ্যমে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বরাবর আবেদন করতে হবে। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সমিতি পরিদর্শনপূর্বক রিপোর্টসহ জেলা মহিলা বিষয়ক কর্মকতার কার্যালয়ে প্রেরণ করবেন। জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা  কাগজপত্র যাচাইপূর্বক রেজিষ্ট্রেশন প্রদান করবেন। রেজিষ্ট্রেশন প্রাপ্তির মেয়াদ ১/২ বছর পূর্ণ হওয়ার পর অনুদানের জন্য আবেদন করা যায়।

৭. জয়িতা অন্বেষণে  বাংলাদেশ

তৃণমূল পর্যায়ে যারা শিকড় থেকে শিখরে উপনীত হয়েছেন তাঁরা পৌরসভা/ইউনিয়ন পরিষদের মেয়র, কাউন্সিলর/চেয়ারম্যান এর মাধ্যমে জেলা/উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বরাবর আবেদন করবে। ৫ ক্যাটাগরিতে প্রাপ্ত আবেদনপত্রসমূহ সরেজমিন যাচাই-বাছাইপূর্বক উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে জয়িতা নির্বাচন করা হয়।

 

৮. দুঃস্থ মহিলা ও শিশু সাহায্য তহবিল

 

জেলা মহিলা মহিলা বিষয়ক কর্মকর্তা  বরাবর আবেদন  করতে হবে।  জেলা কমিটি আবেদন পত্রসমূহ যাচাই বাছাই করে প্রয়োজনীয় সুপারিশসহ বোর্ড অব ট্রাস্টিতে প্রেরণ করে। বোর্ড অব  ট্রাস্টির অনুমোদন সাপেক্ষে এই সেবা প্রদান করা হয়।