জীবিকায়নের জন্য মহিলাদের দক্ষতা ভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচির আওতায় চুয়াডাঙ্গা জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে ০৩(তিন) মাস ব্যাপি ৫টি ট্রেডে ১৬-৪৫ বছর বয়সসীমার প্রতি ট্রেডে ২০ জন করে সর্বমোট ১০০ জন অসহায়, দু:স্থ, তালাকপ্রাপ্তা, প্রতিবন্ধী নারীকে বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। ট্রেডসমূহের নাম: (ক)আধুনিক দর্জি বিজ্ঞান, (খ) বিউটিফিকেশন, (গ) এমব্রয়ডারি ও সূচিশিল্প, (ঘ) কাগজের ঠোংগা তৈরী এবং(ঙ) ব্লক-বাটিক। প্রশিক্ষণ ভাতা হিসেবে হাজিরার ভিত্তিতে ৬০/- টাকা করে প্রদান করা হয়। এছাড়া প্রশিক্ষণ শেষে সনদপত্র প্রদান করা হয়। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্ট শ্রেণী পাশ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS