Wellcome to National Portal
Main Comtent Skiped

Details of Tarining

বৃত্তিমূলক প্রশিক্ষণ কার্যক্রম

 

জীবিকায়নের জন্য মহিলাদের দক্ষতা ভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচির আওতায় চুয়াডাঙ্গা জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে ০৩(তিন) মাস ব্যাপি ৫টি ট্রেডে ১৬-৪৫ বছর বয়সসীমার প্রতি ট্রেডে ২০ জন করে সর্বমোট ১০০ জন অসহায়, দু:স্থ, তালাকপ্রাপ্তা, প্রতিবন্ধী নারীকে বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। ট্রেডসমূহের নাম:   (ক)আধুনিক দর্জি বিজ্ঞান, (খ) বিউটিফিকেশন, (গ) এমব্রয়ডারি ও সূচিশিল্প, (ঘ) কাগজের ঠোংগা তৈরী এবং(ঙ) ব্লক-বাটিক।  প্রশিক্ষণ ভাতা হিসেবে হাজিরার ভিত্তিতে ৬০/- টাকা করে প্রদান করা হয়। এছাড়া প্রশিক্ষণ শেষে সনদপত্র প্রদান করা হয়। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্ট শ্রেণী পাশ।